রফিকুল নাজিম

4

এমন মায়ার দেশ :

এমন মায়ার দেশ পাবে কই
সারা জগৎ ঘুরে
মোহন বাঁশি বাজায় রাখাল
উদাস দুপুর জুড়ে।

কোথায় এমন রাঙা আলো
ফুটে সকালবেলা,
কুঞ্জবনে ভ্রমর আসে
ফুলে করে খেলা।

এমন সবুজ ধানের ক্ষেতে
ঢেউ তুলে যায় বাতাস,
নদীর জলে শৈশব নাচে
ঘুড়ি হাঁটে আকাশ।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
মায়ার সুতায় বাঁধা,
মাটির মানুষ মায়ায় বাঁচে
যুগল কৃষ্ণ রাধা।