টমি মিয়া’স ইন্সটিটিউটের ১শ’ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

4

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটের ১০০জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১২টায় রিকাবীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বিভিন্ন গ্রুপের ১০০জন শিক্ষার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করেন অনুষ্ঠানের টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর পরিচালক আজমান টমি মিয়া।
সনদ বিতরণ অনুষ্ঠানে কারি কিং আন্তর্জাতিক রন্ধন শিল্পী আজমান টমি মিয়া এম.বি.ই বলেন, অদক্ষ জনশক্তিকে দক্ষ শক্তিতে রূপান্তরিত করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি বাংলাদেশে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট গড়ে তুলি এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ মাতৃভূমি বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত গৌরবের সাথে কাজ করছেন। আমি মনে করি আমার ইনস্টিটিউট বাংলাদেশকে বিশ্বের দরবারে এক দক্ষ কমিউনিটি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
তিনি সনদ প্রাপ্তিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল এর সভাপতিত্বে ও এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল সভাপতিত্বে সেফ শিক্ষক (ইন্সট্রাক্টর ) জাফর জাহান, জামিল,রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি