সা জু ক বী র

11

তোমাকে পাবো বলে :

গুঁড়ের শিরার মতো হলদে প্রস্রাবের কষ্টতে
আমার হার্দিক ভালোবাসা
অন্নহীন উদরের রোদ্দুরে জন্ম নেয়া দুর্গন্ধে
কস্তুরিকার সুবাসে ঠাসা
তুমি খাওয়াও বলে দিনমান এ না খেয়ে
থাকা!

আলো ফোটার আগেই ভাতে ও জলে কোমর বাঁধি
দিনমান যুদ্ধ করে শুদ্ধ ঋদ্ধ হই
আঁধার নামার আগেই তোমার প্রেমে মেতে উঠি
এক ঢোক পানিতে হাসে পৃথিবীর তাবৎ তৃপ্তি
তোমাকে পাবো বলে আমি না-খেয়ে থাকি!

ওগো প্রেমময়, তুমি কেন এতো ভালো!
নিয়ত পাশে থাকো, কাছে থাকো জ্বেলে দিশার আলো
অপরাধী আমি তবু ভালোবাসি ওগো অন্তর্যামী!
এসো এসো বুকের ভিতরে তব আসন পেতেছি
ওপারেও ভালোবাসবে বলে আমি না-খেয়ে থাকি।

খুতপিপাশায় ছটফট করি যেন মরানদী
তবুও তোমায় আঁকড়ে ধরি নিরবধি
আমার বেঁচে থাকা, মরে যাওয়া, সব তোমারি লাগি
স্বর্গ বুঝিনা, হন্যে হয়ে কেবল তোমাকেই খুঁজি
তোমাকে পাবো বলে আমি না-খেয়ে থাকি!