ঐক্যবদ্ধ হয়ে জৈন্তার ১০ দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে – মহিবুল হোসেইন

5

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (সাবেক) মোঃ মহিবুল হোসেইন বলেছেন- একটা সময় অন্য এলাকার মানুষ জৈান্তিয়া এলাকার মানুষকে অবঙ্গা করতো, এখন সেটা তেমনভাবে কেউ করে না। কেননা, বর্তমানে জৈন্তার মানুষ বিভিন্নভাবে এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে। বিবেদ ভুলে গিয়ে জৈন্তিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ১০দফা দাবী বাস্তবায়নে কাজ করতে হবে, সেই কাজে আমাকে সবসময় পাশে পাবেন। তবে, সবার আগে শিক্ষাখ্যাতকে সমৃদ্ধ করতে হবে। সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে। মঙ্গলবার বিকাল ৩টায়, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জামাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দীনের যৌথ পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক, আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, বিশিষ্ট লেখক-প্রকাশক ও শিক্ষা কর্মকর্তা পুলিন রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন বিশ্বজিৎ দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মাশুক আহমদ, ইউপি চেয়ারম্যান আফসর আহমদ, চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলাতান করিম, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দীন, এডভোকেট আকমল হোসেন, শিক্ষাবিদ নূরুল ইসলাম, মইনুল হোসেন, হানিফ মোহাম্মদ, মনির উদ্দীন, ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিষদের অন্যতম দায়িত্বশীল প্রভাষক লুৎফুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ঠার মোঃ ফয়জুল্লাহ, মকসুদুল হক, মোঃ জাকারিয়া, এডভোকেট আব্দুল্লাহ, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া মাহফুজ, ইমদাদুল হক ইমদাদ, ইকবাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি