সিলেটে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

11
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করে সিলেট জেলা প্রশাসন। ছবি-মামুন হোসেন

সিলেটে নানা কর্মসূর্চির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে (২৫ মার্চ) সন্ধ্যা ৬:৩০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূর্চির আয়োজন করা হয়। ২৫ মার্চ কালোরাত্রিতে নিহত শহিদদের স্মরণে আলোক প্রজ্জ্বলনের শুভ সূচনা করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এর পরপরই সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, এসএমপির পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। এরপূর্বে বিকাল ৪:২০ মিনিট থেকে সন্ধ্যা ৬:১০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিনৃত্যনাট্য, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও দেশাত্মবোধক বাউলগান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। বিজ্ঞপ্তি