নওশাদ আলম

2

বুড়োর ভীমরতি :

বুড়ো-ভাম প্রেম করে ফেসবুক খুলে,
যুবকের ড্রেস পরে চশমা দেয় চুলে।
এডিটিং ছবিগুলো লাগে বেশ ভালো,
কলপের রঙ ঢেলে চুল করে কালো।
“লাভ” ওয়ালা টিশার্ট সানগ্লাস চোখে,
বিড়ি ছেড়ে সিগারেট স্টাইলে ফোকে।
বাহারি পোজ দিয়ে ছবি করে পোষ্ট,
দুধ চায়ে খায় তিনি মাখুন মাখা টোষ্ট।
কড়া করে পারফিউম মাখে সারা গায়,
নাতিনের জুতাজোড়া দেয় বুড়ো পায়।
নারীর ছবি পেলে প্রোফাইল পিকে,
লাজের কবর দিয়ে ছুটে তার দিকে।
ইনবক্সে প্রেম পিরিত করে কত শত,
লজ্জার ভারে বুড়ো হয় না-তো নতো।
কত নারি সাড়া দেয় তার পিক দেখে,
কৃত্রিম দন্তে ফোকলা আড়াল রেখে।
গিন্নির সাথে রোজ করে ঠুকোমুখি,
“তোর চেয়ে সুন্দরী আছে ফেসবুকি।”
গিন্নির মন ভেঙে সাজে বুড়ো হিরো,
সম্মান গুড়ো করে হয়ে থাকে জিরো।
শান্তির মাথা খেয়ে হারিয়েছে হুশ,
অশান্তির দাবানলে পুড়ে হয় বেহুশ।