ঐতিহাসিক কানাইঘাটের লড়াইয়ের শতবর্ষ পূর্তি আজ

3

ঐতিহাসিক কানাইঘাটের লড়াইয়ের শতবর্ষ পূর্তি আজ (বুধবার)। ব্রিটিশ বিরোধী খেলাফত আন্দোলন চলাকালীন ১৯২২ সালের ২৩ মার্চ কানাইঘাট মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক জলসায় বৃটিশ প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু স্বাধীনচেতা জনগণ বৃটিশ প্রশাসনের এ আদেশ উপেক্ষা করে বীরদর্পে জলসা বাস্তবায়নে সক্রিয় থাকেন। এতে প্রশাসন ক্ষুব্ধ হয়ে জনগণের উপর গুলি চালালে সাত জন ধর্মপ্রাণ মুসলমান শাহাদাত বরণ করেন। তাই এটি আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
দিনটি উদযাপনে এক আলোচনা সভা আয়োজন করেছে কানাইঘাট সাহিত্য সংসদ। সভাটি সিলেটের দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আজ (বুধবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, দৈনিক সিলেটের ডাক-এর নির্বাহী সম্পাদক, লেখক ও গবেষক আবদুল হামিদ মানিক, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি কালাম আজাদ, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম ও শামসুল আলম, শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আতি উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কার্যালয়ের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক শাহ নজরুল ইসলাম এবং কবি ও গবেষক এম.এ জলিল চৌধুরী।
উক্ত আলোচনা অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন কানাইঘাট সাহিত্য সাহিত্য সংসদের সভাপতি সরওয়ার ফারুকী। বিজ্ঞপ্তি