আবু নসর বুকল’র মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

11

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য, ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও চৌকিদেখি জামে মসজিদের মোতাওয়াল্লী আবু নসর বুকল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২১ মার্চ) এক শোক বার্তায় তিনি বলেন, আবু নসর বকুল ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়। তিনি কাজের মধ্য দিয়ে আজীবন বিএনপির মাঝে বেঁচে থাকবেন। এলাকার প্রবীণ মুরব্বী হিসেবে সকলের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। পরোপকারী ও পরহেযগার ব্যক্তি হিসেবে তিনি সদা মানুষের কল্যানে কাজ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আবু নসর বকুলকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন
উল্লেখ্য, (২১ মার্চ) সোমবার দুপুর সাড়ে ১২টায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ এশা চৌকিদেখি জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি