মৌ’বাজার সদর উপজেলায় ১০ হাজার ৩জনকে টিসিবি পণ্য দেয়া হবে

3

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলায় ফ্যামিলি কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন হয়েছে। জেলায় ৭২ হাজার ৪২৬ জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রয় করা হবে।
২০ মার্চ রবিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি পণ্য বিক্রি কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদএমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন, কাউন্সিলর জালাল আহমদ, কাউন্সিলর ফয়সল আহমদ, পৌরসভার নিবার্হী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।
উদ্বোধনী দিনে মৌলভীবাজার সদর উপজেলায় নিম্ন আয়ের ১০ হাজার ৩ জনকে টিসিবির পণ্য দেয়া হবে। তবে রমজান মাসে এ উপজেলায় দুই ধাপে সুবিধাভোগিদের নির্ধারিত কার্ডের মাধ্যমে ৪ হাজার ১৪৭ জনকে টিসিবির পণ্য দেয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর দেয়া দুই হাজার ৫০০ টাকা করে যারা পেয়েছেন তাদের মধ্যে আরও ৫ হাজার ৮৫৬ জনকে টিসিবির পণ্য দেয়া হবে। এতে এ উপজেলায় ১০ হাজার ৩ ব্যক্তি পাবে এ টিসিবির পণ্য।
সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে ৪০০জন, মনুমুখ ইউনিয়নে ৩২৫ জন, কামালপুর ইউনিয়নে ৩০৮ জন, আপার কাগাবলা ইউনিয়নে ৩৫৩ জন, আখাইলকুরা ইউনিয়নে ৩০০ জন, একাটুনা ইউনিয়নে ৩০২ জন, চাঁদনীঘাট ইউনিয়নে ৪৩০ জন, কনকপুর ইউনিয়নে ৩২৯ জন, আমতৈল ইউনিয়নে ৩৫০ জন, নাজিরাবাদ ইউনিয়নে ৩২৫ জন, মোস্তফাপুর ইউনিয়নে ৩২৫ জন ও গিয়াসনগর ইউনিয়নে ৪০০’ জন বাছাই করা হয়েছে।
এছাড়া করোনার কারণে মৌলভীবাজার সদর উপজেলায় ৫ হাজার ৮৫৬ জন প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০ টাকা করে পেয়েছেন তারা এই সেবার আওতায় রয়েছেন।