ছাতকে মাদকসহ ৪ বিক্রেতাকে কারাগারে প্রেরণ

5

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে মাদকসহ ৪ বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, ছাতকের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর তীরে উপজেলার নোয়ারাই ইউপির লক্ষ্মীবাউর এলাকায় একটি বাল্কহেডে মাদক চালান রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টায় থানার একদল পুলিশ সুরমা নদীর তীরে নোঙ্গর করা একটি বাল্কহেডে তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ ৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপার) গ্রামের মৃত বশর উদ্দিনের ছেলে মো. এখলাছ মিয়া (৪৫) ও একই এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ফয়েজ মিয়া (৩২), বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার আরইল গ্রামের মো. ইছা মিয়ার ছেলে মো. জহুরুল ইসলাম (৩০) ও একই এলাকার মো.জালাল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫)কে আটক করে। এ সময় বাল্কহেড থেকে মদ বিক্রির নগদ ২৩ হাজার ৫শ’টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।