মাওলানা সাইদুর রহমান একজন ইসলামী ও গণতান্ত্রিক আন্দোলনের আদর্শবান নেতা ছিলেন – ইসলামী ঐক্যজোট

2

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ইসলামী ঐক্যজোটের প্রবীন নেতা চট্রগ্রামের হযরত মাওলানা সাইদুর রহমান এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রিম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট, মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, ভাইস চেয়ারম্যান মাষ্টার শাহ আলম চৌধুরী, পীরজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ এহসান, বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, ইঞ্জিনিয়ার শামসুল হক, সিদ্দিকুর রহমান বিকম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইলিয়াছ মাহমুদ, মাওলানা রহিমুল্লাহ, মাওলানা আশরফ আলী, মুফতি আব্দুল করিম হক্কানী, এডভোকেট মাওলানা মো: মোছাব্বির রহমান, মাওলানা ইলিয়াছ আতাহারী, মাওলানা কামরুজ্জামান রুকন, মাওলানা আনোয়ার হোসেন আনসারী, ইলিয়াছ বিন রিয়াছত ও মাওলানা সুলতানুল ইসলাম প্রমুখ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ (১৫ মার্চ) মঙ্গলবার এক বিবৃতিতে মরহুম মাওলানা সাইদুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মরহুম মাওলান সাইদুর রহমান একজন বিচক্ষণ ত্যাগী ইসলামী আন্দোলনের এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা ছিলেন। তিনি হেফাজতে ইসলামের একজন একনিষ্ট নেতা ছিলেন। মরহুম আজীবন নেজামে ইসলাম পার্টির আদর্শে বিশ্বাসী থাকিয়া দেশ ও জনগণের সেবায় দীর্ঘকাল ত্যাগী নেতা হিসাবে একজন আদর্শবান নেতার পরিচয় দিয়েছেন। বিজ্ঞপ্তি