সিলেটে আড়াই হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান

9

সিলেট নগরীর উপশহর এবং বিশ্বনাথ উপজেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান, ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) ও ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর আয়োজনে সোমবার এক হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
উপশহরে আইডিয়ার নিজস্ব কার্যালয় থেকে সিলেট সিটি কর্পোরেশনের ২১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং টুলটিকর ও খাদিমপাড়া ইউনিয়নের মোট ৯০০ পরিবারকে ও বিশ্বনাথ উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তার উপহার বিতরণ করা হয়। পুরো সপ্তাহে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে ২৫০০ পরিবারকে এই খাদ্য সহায়তার উপরহার পৌঁছে দেয়া হবে। আইডিয়ার অফিসে সকাল দশটায় জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এর নির্বাহী পরিচালক নজমুল হক। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, একাউন্টস অফিসার বাবলী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনষ্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এর সহকারী পরিচালক নাজিম আহমেদ।
একইসাথে বিশ্বনাথ উপজেলার শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে তিনটায় জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক আছাদুজ্জামান সায়েম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, বিশ্বনাথ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জমির আলী, বিশিষ্ট সমাজসেবক তাজউল্লাহ, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, একাউন্টস অফিসার বাবলী মন্ডল, ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাষ্ট এর ম্যানেজার ফাহমিদা সুলতানা তানিয়া। বিজ্ঞপ্তি