কানাইঘাট সরকারি কলেজের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

5

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেটর কানাইঘাট সরকারি কলেজের উদ্যোগে শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক ফয়ছল উদ্দিনের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যার্নাজি। কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাবিব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কলেজ প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, মহান মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সচিব ফরিদ আহমদ, বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হিমাংশু রঞ্জন দাস, বিলাল উদ্দিন, রহিম উদ্দিন, ওলিউর রহমান, শিক্ষার্থীদের মধ্যে সাহেদ আহমদ, আশরাফ চৌধুরী, আদনান আহমদ, খালেদ আহমদ।