গোলাপগঞ্জে হিফজুল কুরআন একাডেমীর উদ্বোধন

4

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে আলহাজ্ব আসাব আলী ও তফুরা ট্রাস্ট হিফজুল কুরআন একাডেমীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় ৪তলা ভবন সহ একাডেমীর উদ্বোধন করেন আলহাজ্ব আসাব আলী ও তফুরা ট্রাস্ট হিফজুল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন বেক্সিল সিটির সাবেক মেয়র ইস্ট সাসেক নর্থ ডিভিশনের কাউন্সিলর আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন, মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা না থাকলে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হবে না। নৈতিকমূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ তৈরি করতে হলে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় করতে হবে। আলোকিত মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যতে মাদরাসায় সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানান তিনি। মাদরাসার শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য ৪ তলা বিশিষ্ট ভবন ও মাদরাসা ক্যাম্পাসে উন্নত পেিরবেশে ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ৪তলা ভবন নির্মাণের পাশাপাশি মাদরাসার নিজস্ব আয়ের জন্য মাদরাসার অপরাংশে নির্মিত ভবন থেকে আয়ের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, মাদ্রাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম শোয়েব অতিথির বক্তব্যে বলেন, উন্নত জাতি গঠনে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা সহ সকল ক্ষেত্রে দক্ষ হতে হবে। মাদরাসা স্থাপন করায় তিনি লন্ডন বেক্সিল সিটির সাবেক মেয়র আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। রিফাত তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল সাব জোনের ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব মছন, বিশিষ্ট মুরব্বি ও ট্রাস্টের কোষাধ্যক্ষ নজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মালিক জানু, বিশিষ্ট মুরব্বি আব্দুর নূর মছলাই, আতাউর রহমান উতু, বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আবদুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সমাজসেবক গোলাম মোস্তফা খান, বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত শিক্ষক সাদিকুর রহমান, সমাজসেবক আব্দুল কাদির কাচা মিয়া, ট্রাস্টের সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদ, সমাজসেবক হেলাল আহমদ, শিক্ষক হাফিজ আবুল কালাম, সমাজসেবক গোলাম দস্তগির খান ছামিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, তরুণ সমাজসেবক সাইদুল ইসলাম মাহের প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আনোয়ার আহমদ। ২৫জন শিক্ষার্থী নিয়ে মাদ্রারাসার পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।