রওনক বিনতে মুনীব প্রীতি

11

শূন্য আমি নিঃস্ব হবো :

আকাশ তোমা সাক্ষী রেখে বলছি এবার
শূন্য আমি নিঃস্ব হবো নাই কিছু হারাবার।
মানুষ খুঁজে সময় গেল, অমানুষ শুধু পাই
স্বার্থ ছাড়া এমন মানুষ কী ত্রিভুবনে নাই?

সরল মানুষ সহজ পথে চলতে হবে ভাই
পাছে লোকে কীসব বলে ভাবার কিছু নাই।
এসো তবে সবাই মিলে গড়বো পরিবেশ-
ছলচাতুরী আর প্রতারণা তবেই হবে শেষ।