ছাতকে মহিলা সমাবেশ সম্পন্ন করেছে সুনামগঞ্জ তথ্য অফিস

5

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
৯ মার্চ বুধবার জেলা তথ্য অফিস সুনামগঞ্জ আয়োজিত গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ সম্পন্ন হয়েছে। বিজিত রঞ্জন দাশের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লক্ষণসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ওমর ফারুক দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। জেলা তথ্য অফিস সুনামগঞ্জের উপপরিচালক (রুঃ দাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য, ম্যানেজিং কমিটির সভাপতি এবং অভিভাবক প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, করোনা ভাইরাস প্রতিরোধ, করোনার টিকা গ্রহণ, মাদকের ভয়াবহতা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, গুজব প্রতিরোধ, স্বাস্থ্য ও শিক্ষা এবং বর্তমান সরকারের অর্জিত সাফল্য সমূহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।