৬ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট নকলা খালের খনন কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

3

কানাইঘাট থেকে সংবাদদাতা :
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট নকলা খালের ১৬ কিলোমিটার পুনঃ খননের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতি মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ১৪ কিলোমিটার এলাকার খনন কাজ সম্পন্ন করেছেন। একাধিক ফেলুডার ও এক্সেলেটার দিয়ে কানাইঘাটের হাওর অঞ্চলের দীর্ঘতম নকলা খালের এ খনন কাজ করা হচ্ছে। গত সোমবার বিকেলে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী নকলা খালের খনন কাজ পরিদর্শন করতে যান। এ সময় তিনি সিডিউল অনুযায়ী সরকারের এত বড় একটি উন্নয়ন মূলক কাজ সঠিক ভাবে করার জন্য কাজের দেখা শুনার সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ড সিলেটের কানাইঘাটে এসএ নিহার রঞ্জন দাস ও ঠিকাদারের মনোনীত লোকজনদের নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পানি উন্নয়ন বোর্ড কমিটির সদস্য নিজাম উদ্দিন, ইউপি সদস্য ইসলাম উদ্দিন।