২১তম চা নিলামে সর্বোচ্চ ৭৫০ টাকা দরে বৃন্দাবন চা বাগানের চা বিক্রি

3

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ২১তম নিলামে ১০৫৬৯৪ (এক লক্ষ পাঁচ হাজার ছয়শত চুরানব্বই) কেজি বিক্রি হয়েছে।
৯ মার্চ বুধবার দিনব্যাপী শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের খাঁন টাওয়ারে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে প্রায় অর্ধশতাধিক বায়ার অংশ নেয়।
নিলামে শ্রীমঙ্গল টি ব্রোকার্স, রূপসীবাংলা টি ব্রোকার্স ও জালালাবাদ টি ব্রোকার্স ও জে এস টি ব্রোকার্স মাধ্যমে নিলামে বিভিন্ন বাগানের চা নিলামে তোলা হয়েছে।
চা বাগানগুলো হলো, সাগরনাল চা বাগান, বৃন্দাবন চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান,খাদিম চা বাগান, লোহায়ইনি চা বাগান, লোভাছড়া চা বাগান, ইমাম চা বাগান এবং মোমিন ছড়া চা বাগান।
শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান মো.শহীদ আহমদ ও শাওন টি স্বত্ত্বাধিকারী জামাল আহমদ বলেন, নিলামে নতুন ও পুরাতন চা তোলা হয়। তারমধ্যে নিলামে বৃন্দাবন চা বাগানের জিবিওবি চা সর্বোচ্চ ৭৫০টাকা দামে বিক্রি হয়। মৌসুমে নতুন চায়ের মধ্যে বৃন্দাবন বাগানের চা বেশি দামে বিক্রি হয়।