বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

3

স্টাফ রিপোর্টার :
দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল বুধবার ছিলো সিলেটে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে সিলেটে তাপমাত্রা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কাল শনিবার পর্যন্ত এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে শহর এলাকায় রাতের চাইতে দিনের তাপমাত্রা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে৷ রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা বেশি থাকতে পারে, বিশেষ করে শহর এলাকাগুলোতে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।