ওসমানী জাদুঘর পরিদর্শনে দেশ বিদেশের পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ

4
ওসমানী জাদুঘর পরিদর্শনে সেনা কর্মকর্তাদের বঙ্গবীরের ব্যবহৃত সকল নিদর্শন সমূহের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করছেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।

সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করলেন দেশ বিদেশের পদস্থ সাতটি দেশের পদস্থ সেনা কর্মকর্তবৃন্দ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ওসমানী জাদুঘর পরির্দশন করেন পদস্থ এই সেনা কর্মকর্তাবৃন্দ।
ওসমানী জাদুঘরে পৌঁছালে মহানগর দায়রা জজ আদালতের পিপি, ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম এ মালেক খান এবং জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ফুলের তোড়া দিয়ে দেশ বিদেশের পদস্থ সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান। সংক্ষিপ্ত আলোচনা ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ মালেক খান। বঙ্গবীর ওসমানীর জীবনীর মূল প্রবন্ধ পাঠ করেন জাদুঘরের কর্মর্কতা সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান। পরিদর্শন টিম ওসমানী জাদুঘরের বিভিন্ন গ্যালারীতে দৃশ্যমান নিদর্শন সমুহ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে পরিদর্শন করেন। বঙ্গবীরের ব্যবহৃত সকল নিদর্শন সমূহের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ওসমানীর ভাতিজা এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। জাদুঘরের পক্ষ থেকে সেনাকর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সেনাটিম লি মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এম মালেক খান, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, জিয়ারত হোসেন খানকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি