উদ্যোক্তারাই দেশের চেহারা পাল্টে দিতে পারেন – স্নিগ্ধা তালুকদার

12
দক্ষিণ সুরমায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে পুষ্টি উন্নয়নে সূচনা কর্মসূচির সাথে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। সেই সাথে বেশি করে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। কারণ উদ্যোক্তারাই দেশের চেহারা পাল্টে দিতে পারেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ইউকে এইড ও ইউরোপিও ইউনিয়নের অর্থায়নে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে পুষ্টি উন্নয়নে সূচনা কর্মসূচির সাথে সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকল্পের নিউট্রেশন অফিসার শেখ তৌওহিদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অয়েছ আহমদ ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, কোষাধ্যক্ষ শরীফ আহমদ, প্রকল্পের জিসিডিও শাহিদা আখতার, ইউসি আবুল কালাম, দিলপছন সাজিয়া, মনিটরিং অফিসার তুলনা বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। বিজ্ঞপ্তি