হার দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

4

স্পোর্টস ডেস্ক :
হার দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। প্রতিপক্ষের দেওয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৫ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা।
শনিবার ভোরে ডানেডিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা নারী দল। ২০৮ রানের লক্ষ্য দেয় তারা। আশা জাগালেও শেষ পর্যন্ত ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী দল। ফলে অভিষেক ম্যাচ হারল ৩২ রানে।
ব্যাট করতে নেমে প্রথমে কোনো উইকেট না হারিয়েই বাংলাদেশ করে ফেলেছিল ৬৯ রান। দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার মিলে তুলেছিলেন এ রান। আর এতেই আশায় বুক বেঁধেছিল পুরো বাংলাদেশ। কিন্তু ৫০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরত যান শামিমা। এরপর ৭৭ বলে ৩৪ রান করে আউট হয়ে যান আরেক ওপেনার শারমিন। এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে, বল হাতে আগুন ঝড়ান খাকা। স্কোরকার্ডে যখন ১১৩ রান, ততক্ষণে ৪৪ রানের ব্যবধান ৬ উইকেট হারায় বাঘিনীরা। আর তখনই পরাজয়ের শঙ্কা পেয়ে বসে বাংলাদেশ দলকে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। মাঝে অনেকগুলো উইকেট হারালেও ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে বাংলাদেশের বাকি ম্যাচগুলো-
৭ মার্চ, বাংলাদেশ-নিউজিল্যান্ড (ডানেডিন), ভোর ৪টা।
১৪ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান (হ্যামিল্টন), ভোর ৪টা।
১৮ মার্চ, বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ (মাউন্ট মঙ্গানুই), ভোর ৪টা।
২২ মার্চ, বাংলাদেশ-ভারত (হ্যামিল্টন), সকাল ৭টা।
২৫ মার্চ, বাংলাদেশ-অস্ট্রেলিয়া (ওয়েলিংটন), ভোর ৪টা।
২৭ মার্চ, বাংলাদেশ-ইংল্যান্ড (ওয়েলিংটন), ভোর ৪টা।