মাহমুদ সালিম

12

ফুলের হাসি :

জুঁই চামেলি, টগর, বেলি
ফুলের রাশি রাশি
সকাল হলেই মুগ্ধ করে
সূর্যি ফুলের হাসি।

ছোট্ট খুকি বকুল মালায়
মামার বাড়ি আসে
রক্তজবা, পদ্মফুল আর
গোলাপ, বকুল হাসে।

ঝিলের ধারে কাশফুলেরা
সুখের হওয়ায় দোলে
বাড়ির উঠোন দেয় রাঙিয়ে
মিষ্টি আমের বোলে।

কদম ফুলে চুলের খোপা
রাঙিয়ে তুলে কেশ
হাজার ফুলে মন মাতানো
আমার সোনার দেশ।

শাপলা ফুলও জলের উপর
আপন সুবাস ছড়ায়
এত্ত ফুলের রঙিন হাসি
আর পাবে না ধরায়।