সিলেটে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে

4

স্টাফ রিপোর্টার :
স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে সিলেটে পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল’ ডে। মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে রিকাবীবাজারস্থ সকাল ১১টায় রিকাবীবাজারস্থ পুলিশ লাইনের স্মৃতি শ্রদ্ধা নিবেদন করেন আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তানে নিহত পুলিশ সদস্যদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডি আইজি মফিজ আহমদ পিপিএম।
বিশেষ অতিথি হিসাবে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.নিশারুল আরিফ, ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক পিএসসি লে.কর্নেল সোহেল আহমদ, সিলেটের র‌্যাব-৯ এর অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আব্দুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খানসহ সিলেটের প্রতিটি থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।