এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্কলার্সহোম মেজরটিলা কলেজ

6

সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, জিপিএ-৫ পাওয়ার মধ্যদিয়ে তোমাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্কীদের মুখ উজ্জ্বল করতে আরও বড় দায়িত্ব তোমাদের উপর পড়লো। নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের মধ্যদিয়ে আশা করি তোমরা তোমাদের কাঙ্খিত উচ্চশিক্ষার কোনো বিদ্যাপিঠে ভর্তি হতে পারবে এবং আলোকিত ও আদর্শবান একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ কো-অর্ডিনেটর ইমদাদুল হক।
এসময় কলেজের সকল শিক্ষক এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক সুজিত কান্ত দাশ। কৃতি শিক্ষার্থীদের পক্ষে মাইশা চৌধুরী মৌমিতা ও নাহিয়ান আকবর চৌধুরী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সাবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ। বিজ্ঞপ্তি