জিন্দাবাজারে মহানগর মৎস্যজীবী লীগের ২১ ফেব্রুয়ারি মিছিলে সন্ত্রাসী হামলা, আটক ১

7

সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ শে ফেব্রুয়ারি মিছিলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে সংগঠনের সভাপতির নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথে নগরীর জিন্দাবাজারস্থ সিটি মার্কেটের সামনে মিছিলে হামলা চালায় ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল। এর মধ্যে ২/৩ জন সন্ত্রাসী লাঠি দিয়ে মিছিলকারীদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। সন্ত্রাসীরা ফুলের তোড়া ছিঁড়ে ফেলে ও হাত থেকে বঙ্গবন্ধুর প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ফেলে দেয়। এ ঘটনায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে শান্তু নামক একজনকে আটক করেছে। এ ঘটনায় কতোয়ালী মডেল থানায় সাজু নামক এক ব্যক্তিকে প্রধান ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করেছেন সিলেট মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ। অভিযোগে উল্লেখ করা হয় সন্ত্রাসীরা তাদের কর্মকান্ডের মাধ্যমে শহীদদের প্রতি অসম্মান করেছে ও বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে রাষ্ট্রবিরোধী কাজ করেছে। বিজ্ঞপ্তি