ফাগুনে বৈশাখী বৃষ্টি, হিমেল হাওয়া

9

স্টাফ রিপোর্টার :
ফাল্গুনের মিষ্টি রোদে আর হালকা গরম পড়েছিল দিনের বেলা। সরকারি ছুটির দিন হওয়াতে শহরে মানুষ ও যানবাহনের সংখ্যা কম থাকলেও একেবারে কম ছিলো না। অন্যান্য দিনের মতোই ছিলো শহুরে এই ব্যবস্থায় কিছুটা ভাটা এনে দেয় গতকাল সোমবার সন্ধ্যায় আগাম বৈশাখী বৃষ্টি ও হিমেল হাওয়া দেখা দেয়। আর বৃষ্টির পাশাপাশি ছিলো আকাশের গর্জন। এই গর্জনকে অনেকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেন।
নগরীর জিন্দাবাজার এলাকায় ভ্রাম্যমাণ এক ক্ষুদে ব্যবসায়ী বলেন, ‘আগেকার দিনে বর্ষাকালে বৃষ্টি নামতো, আকাশে মেঘ ডাকত্।ো এখন বৃষ্টির কোন দিনক্ষণ যেমন নেই, তেমনি আকাশের ডাকারও।
আবহাওয়াবিদরা রবিবার ২০ ফেব্রুয়ারী সিলেটের পূর্বাভাসে বলেছিলেন সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি আগামী দু’দিন থাকতে পারে বলেও জানায় আবহাওয়াবিদরা। পূর্বাভাস অনুযায়ী রবিবার রাতেও সিলেটের বিভিন্ন স্থানেগুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। আবহাওয়া বিভাগ জানায়, বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে। তবে আগামী দুদিন বৃষ্টি হলে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে জানায় আবহাওয়া অফিস।