সিলেটে বর্ণাঢ্য আয়োজনে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

3
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেক কাটছেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন আর বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদযাপন করলো দিনটি। এ উপলক্ষে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪:৩০টায় স্বাস্থ্যবিধি মেনে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। জেলা কালচারাল অফিসার অসিতবরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিলেট মোহাম্মদ মোবারক হোসেন, মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাচিক শিল্পী প্রফেসর শামীমা চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী। আবৃত্তি শিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, উপজেলা শিল্পকলা একাডেমি ফেঞ্চুগঞ্জ ও ললিত-মঞ্জরী সিলেট এবং একক পরিবেশনায় ছিলেন হিমাংশু বিশ্বাস, শামীমা চৌধুরী, বাউল সূর্য্যলাল দাস, স্নেহা দাস ও মনোরমা দাসধৃতি। বিজ্ঞপ্তি