রেবেকা সুলতানা রুশি

4

বাংলা ভাষা :

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার গান
বাংলা আমার মুখের বুলি
বাংলা আমার প্রাণ।

আমার রাজ্যে বাংলা কেনা
রক্ত দিয়ে আজ
বাংলা আমায় স্বপ্ন দেখায়
পূর্ণ আমার রাজ।

শহীদ ভাই আনলো কিনে
বাংলা ভাষার মান
রক্ত দিয়ে আনলো তারা
বাংলা ভাষার প্রাণ।

বায়ান্নরই জন্য রে ভাই
পেলাম বাংলা ভাষা
এই ভাষাতে পাই যে খুঁজে
আমার সকল আশা।

পাক-বাহিনী শত্রুসেনা
পারেনি তো আর
বাংলা ভাষা কেড়ে নিতে
যুদ্ধ হলো তার।

মা, মাটি বাংলা আমার
সবুজ বনে ঘেরা
শস্য শ্যামল লাল সবুজে
সবদেশেরই সেরা।

বাংলা ভাষায় পাই খুঁজে
বেঁচে থাকার আশ
বাংলা ভাষায় বলবো কথা
প্রতি বছর, মাস।