৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়লো

4

কাজিরবাজার ডেস্ক :
৪৪তম বিসিএসের অনলাইন আবেদনের সময় আবারও বাড়ানো হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি কর্ম-কমিশন (পিএসসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ দিন ছিল আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা। এর পরিবর্তে আগামী ২ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের  www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, এই বিসিএস থেকে মোট ১ হাজার ৭১০ জন ক্যাডার নেওয়া হবে। এই নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কোটা বিষয়ে সিদ্ধান্ত হবে।
ঢাকা, রাজশাহী চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ময়মনসিংহে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।