অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বালুচর উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

3

সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর অন্তর্ভুক্ত বালুচর উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ৭০৭) এর অন্তর্ভুক্ত বালুচর উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মানিক খান।
সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, কাওসার আহমদ প্রিসাইডিং অফিসার এম বরকত আলী, লিটন আহমদ, সুজন মিয়া, মুহিবুর রহমান এপন, কুদ্দুস মিয়া, বালুচর উপ-পরিষদের উপদেষ্টা হিরণ মাহমুদ নিপু, বালুচর শাখার সাবেক সভাপতি শাহ আলম সুরুক, বালুচর উপ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সানু মিয়া, যুগ্ম আহ্বায়ক শামসুল মিয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গিয়াস আহমদ। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সভাপতি হিসেবে ১২৬ ভোট পেয়ে জয় লাভ করেন মো. সুলতান আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী হোসেন পান ৬৯ ভোট, সম্পাদক পদে ১৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন মো. আনোয়ার মিয়া, তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম আজাদ পান ৪৯, সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. ফারুক মিয়া, সদস্য হিসেবে ১৩৯ ভোট পান মো. মনোয়ার হোসেন মনা, ১৩১ ভোট পান মো. সুয়েব আহমদ। বিজ্ঞপ্তি