গোলাপগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার সাহায্যে চারারোপণ

7

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার সাহায্যে চারারোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেবুয়ারি) বিকেল ৩টায় উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ লক্ষিপাশায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারারোপন করা হয়। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারারোপণ কর্মসূচী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
এদিকে বিকেল ৫টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২০২১-২২ অর্থবছরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ। এ সময় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে একটট কৃষক দলকে কৃষি সহায়তার জন্য একটি জেনারেটর দেওয়া হয়। পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌতম পাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হরে কৃষ্ণ সরকার, লক্ষ্মীপাশা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম, গোলাপগঞ্জ সদর ইউপির ও পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মছরুর রহমান, ফুলবাড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম আরিফুল আলম, ইউপি সদস্য কামাল আহমদ, আজমল হোসেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মনজুর আহমদ প্রমুখ।