কানাইঘাটে সরকারি কাজে বাধা প্রদান হামলায় ইউপি সদস্য সহ আহত ২

8

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে সরকারি গোপাটে মাটি ভরাটের কাজে বাধা প্রদানের প্রতিবাদ করতে গিয়ে বুধবার বিকেল ৫টার দিকে হামলার শিকার হয়েছেন লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য সেলিম আহমদ ও তার চাচাতো ভাই নিজাম উদ্দিন। আহতের স্বজনরা জানান, বুধবার সকাল থেকে স্কেভেটর দিয়ে ইউপির লামারগ্রাম কালা মিয়ার বাড়ী হতে বোবার হাওরের গোপাটে কাবিখা প্রকল্পের আওতায় নতুন রাস্তার জন্য মাটি ভরাটের কাজ শুরু হয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে লামারগ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র আব্দুল খালিক ও তার ছেলে মাটির কাজ বন্ধ করার জন্য কাজের সাথে জড়িতদের খুন জখমের হুমকি প্রদান করে। বিষয়টি জানতে পেরে বিকাল ৫টার দিকে ইউপি সদস্য সেলিম আহমদ ও তার চাচাতো ভাই রকিব আলীর পুত্র নিজাম উদ্দিন মাটির কাজের স্থানে যান। এ সময় আব্দুল খালিক ও তার ছেলেকে মাটির কাজ বন্ধ করতে বাধা প্রদানের বিষয়টি জানতে চাইলে তারা দেশীয় লাঠি-সোটা দিয়ে অতর্কিত ইউপি সদস্য সেলিম ও তার চাচাতো ভাই নিজাম উদ্দিনের উপর হামলা চালায়। এতে মাথা ফেটে রক্তাক্ত আহত হন নিজাম উদ্দিন এবং এলোপাতাড়ী ভাবে হামলাকারীরা মারধর করে ইউপি সদস্যকেও আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হামলাকারীরা স্কেভেটরও ভাংচুর করেছে মাটির কাজে জড়িতরা জানান। এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় সরকারি কাজে বাধা প্রদান ও হামলা চালিয়ে আহতের ঘটনায় ইউপি সদস্য সেলিম উদ্দিন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত ইউপি সদস্য ও তারা চাচাতো ভাই নিজাম উদ্দিনকে দেখতে জান।