৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ॥ সিলেট জেলায় আ’লীগ ৮, আ’লীগ বিদ্রোহী ৩, ৪টিতে বিএনপি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

26
গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ৫ উপজেলার ১৫ ইউনিয়নে সোমবার ৩১ জানুয়ারি ৮টিতে আওয়ামী লীগ, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এ নির্বাচনের ভোটগ্রহণ ধীরগতিতে হলেও ফল ঘোষণা বিলম্বিত হয়নি। সন্ধ্যা রাতেই ঘোষণা করা হয়েছেন কারা চেয়ারম্যান। তবে বরাবরের মতো এ ধাপেও জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা জয়ের মালা পড়েছেন বেশী।
এদিকে বড়ধরনের কোন দুঘর্টনা ছাড়াই এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্বভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এক টানা ভোট গ্রহণ। প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃংঙ্খলা বাহিনী ছিলো তৎপর।
দক্ষিণ সুরমার ২ ইউপি : সিলেট বিভাগীয় নগরী ঘেঁষা উপজেলার তেতলী ইউনিয়নে যুবদল নেতা অলিউর রহমান ওলী ( আনারস) ও কামালবাজার ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী মো. একরামুল হক (আনারস) বিজয়ী হয়েছেন।
বিশ্বনাথের ২ ইউপি : বিশ^নাথের লামাকাজি ইউনিয়নে সাবেক বিএনপি নেতা (বর্তমান চেয়ারম্যান) কবির হোসেন ধলা মিয়া (চশমা) ও খাজঞ্চিতে আওয়ামীলীগ মনোনীত আরশ আলী (নৌকা) বিজয়ী হয়েছেন।
ওসমানীনগরে আ’লীগের জয়জয়কার : ওসমানীনগরে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে এবারই প্রথম ইভিএম মেশিনে গ্রহণকৃত ভোটে আ’লীগের জয়জয়কার ফলাফল অর্জন হয়েছে। উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৫টিতে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ২টিতে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন এবং একটিতে বিএনপি নেতা বিজয়ী হয়েছেন।
জানা যায়, উপজেলার উমরপুর ইউপিতে উপজেলা আ’লীগের সহ সভাপতি বর্তমান চেয়ারম্যান এম জি কিবরিয়া (নৌকা), সাদীপুর ইউপিতে যুক্তরাজ্য আ’লীগ নেতা তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাহেদ আহমদ মূছা (নৌকা), বুরুঙ্গা ইউপিতে যুক্তরাজ্য আ’লীগ নেতা আখলাকুর রহমান (নৌকা), উছমানপুর ইউপিতে সিলেট মহানগর স্বেচ্ছা সেবক লীগ নেতা ওয়ালী উল্লাহ বদরুল (নৌকা), গোয়ালাবাজার ইউপিতে উপজেলা আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান পীর মোঃ মজনু মিয়া (নৌকা), পশ্চিম পৈলনপুর ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী (আ’লীগ থেকে বহি:স্কৃত) প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন (আনারস) এবং তাজপুর ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (বহি:স্কৃত) অরুনোদয় পাল ঝলক (আনারস), দয়ামীর ইউপিতে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা এসটিএম ফখর উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
কোম্পানীগঞ্জের ১ ইউপিতে স্বতন্ত্র জয়ী : সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী স্থানীয় বিএনপি নেতা জিয়াদ আলী। তিনি মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মজনু মিয়া ঘোড়া প্রতীকে ৪ হাজার ৫৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলকাছ আলী ৪ হাজার ৪৪ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন অটোরিক্সা প্রতীকে ২ হাজার ভোট, স্বতন্ত্র প্রার্থী এখলাছুর রহমান আনারস প্রতীকে ১ হাজার ৬৯১ ভোট পেয়েছেন। গত ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জ উপজেলার বাকি ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতার কারণে বন্ধ ছিলো এই ইউনিয়নের নির্বাচন।
গোয়াইনঘাটের ২ ইউপিতে আওয়ামীলীগ জয়ী : ৬ষ্ঠ ধাপে গোয়াইনঘাট উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব আলীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রীকে বিজয়ী হয়েছেন। পশ্চিম আলীরগাও ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।