সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে এ্যাকশনে যাচ্ছে সড়ক ও জনপথ

11

স্টাফ রিপোর্টার :
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, সিলেট থেকে এসেছে আলটিমেটাম। এ আলটিমেটাম মূলত অবৈধ দখলদারদের বিরুদ্ধে। সওজ জানিয়ে দিয়েছে, সিলেট-সুনামগঞ্জ সড়কে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় মাত্র ৭ দিন। এরপরই শুরু হবে এ্যাকশন। গত মঙ্গলবার গণবিজ্ঞপ্তি দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সড়ক বিভাগের আওতাধীন সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা থেকে টুকেরবাজার পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত ভূমিতে সড়কের উভয়পাশে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, তা ৭ দিনের মধ্যে অবৈধ দখলদারদের নিজ খরচে সরিয়ে নিতে হবে। অন্যথায় দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ৭ দিন পর উচ্ছেদ অভিযানকালে স্থাপনা সরিয়ে আর কোনো সময় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।