আখালিয়া মোহাম্মদী এলাকার উন্নয়নে মেয়র আরিফের আশ্বাস

6

নগরীর আখালিয়াস্থ মোহাম্মদী আবাসিক এলাকার জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনকালে শুক্রবার মুসল্লিদের উদ্দেশ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্ধিত জনসংখ্যার কারণে জমি সীমিত হয়ে আসছে। নাগরিকদের অপরিহার্য সেবা দোরগোড়ায় পৌঁছাতে হলে প্রশস্ত রাস্তাঘাট প্রয়োজন। আখালিয়ার মোহাম্মদী আবাসিক এলাকা এতোদিন নাগরিক সুবিধা থেকে অনেক পিছিয়ে ছিলো। নগরীর সম্প্রসারিত এলাকা হিসেবে মোহাম্মদী এলাকার রাস্তা, ড্রেন, পয়নিষ্কাশনসহ অন্যান্য অবকাটামো সুবিধা বৃদ্ধির কাজ শুরু করা হবে। পরিকল্পিতভাবে এই জনপদকে সাজানো হবে। মোহাম্মদী আ/এ জামে মসজিদের ঊর্ধ্বমুখী সম্পসারন, অজুখানা উন্নয়নসহ সম্ভাব্য সকল উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন তিনি। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে তিনি এসব বিষয়ে বক্তব্য রাখছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বড় মুরব্বি আব্দুল মতিন শাহিন, মুফতি আলী হায়দার, মসজিদের মোতাওয়াল্লী করিম উল্লা ও সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুরব্বি আবুল হোসেন মানিক, লন্ডন প্রবাসী হাজী আব্দুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান সাংবাদিক এম এ রহিম, মুরব্বি দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ। মোহাম্মদী সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ প্রোগ্রামে সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরে মেয়র মসজিদ ও এলাকার বিভিন্ন সাইট পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি