বিজিবি প্রধানের সাদা পাথর ভ্রমণ

2

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম সপরিবারে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করেছেন। বৃহস্পতিবার বিকালে তিনি সিলেট থেকে সড়ক পথে ভোলাগঞ্জ ১০ নম্বর আসেন। সেখান থেকে এ.টি.ভি নামের বিশেষ ৪ চাকার গাড়ি নিজে ড্রাইভ করে সাদা পাথর যান। এ সময় বিজিবি পাথর কোয়ারী ক্যাম্প পরিদর্শন করেন। এবং উপস্থিত বিজিবি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এবং পাথর কোয়ারী ক্যাম্পের সংরক্ষিত এলাকায় যাতে কোন দোকানপাট না হয় সে বিষয়েও নির্দেশ দেন স্থানীয় বিজিবি সদস্যদের। তিনি এ সময় পাথর কোয়ারী ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আহমেদ শরিফ, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রভাস কুমার সিং, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, কালাশাদেক বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান।