তাহিরপুরে চেয়ারম্যান পদে জামাই শ^শুরের ভোট যুদ্ধ

14
জামাই খাইরুর বাশার শ^শুর শামছুজ্জামান আহমেদ

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
জমে উঠেছে তাহিরপুরে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিএনপি কিংবা অন্যান্য দলের প্রার্থীরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন ইউনিয়নে নির্বাচেনে অংশ গ্রহণ করেছেন অনেক দলের নেতাকর্মী।
উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পড়েছে ৪৮টি। এর মধ্যে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়্যারম্যান পদে আপন জামাই শ^শুর দু জনের প্রতিদ্বন্দ্বিতা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী জামাই ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার। শ^শুর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য শামছুজ্জামান আহমেদ। শ^শুর শামছুজ্জামানের বাড়ি ইউনিয়নের কলাগাও গ্রামে ও জামাই খাইরুর বাশার এর বাড়ি চারাগাও গ্রামে।
জামাই শ^শুরের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ইউনিয়ন পেরিয়ে পুরো উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার বলেন, ইউনিয়নের সাধারণ ভোটারগণ আমার সঙ্গে আছেন। আমার মাঠের অবস্থা ভালো।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উপজেলা বিএনপি সহ-সভাপতি শামছুজ্জামান আহমেদ বলেন, ভোটারগণ যাকে যোগ্য বা উপযুক্ত মনে করবেন তাকেই বিবেচনা করবেন ও ভোট দেবেন। জামাই নির্বাচন করছেন এতে আমার ভোটের কোন প্রভাব পড়বে না। জামাই এর আগে দু বার নির্বাচন করেছেন । নির্বাচনে তিনি শ’তিনেক ভোট পান। আমি জনগনের ভোটে নির্বাচিত হয়ে ১৪ বছর ইউনিয়ন পরিষদে ছিলাম। আশা রাখি এবারও জনগন আমাকে ভোট দিয়ে তাদের পাশে রাখবে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাসান উদ দৌলা বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আাওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপন জামাই শ^শুর আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পর জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।