জাফলংয়ে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ইঞ্জিন নৌকা চালক খুন

6

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটের জাফলংয়ে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে আলমাছ মিয়া নামের এক ইঞ্জিন নৌকা চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আলমাছ মিয়া উপজেলার নবগঠিত মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর গ্রামের রহিম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ইঞ্জিন নৌকা চালক ছিলেন। গত মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার বাংলাবাজার এলাকার নদীর ঘাটে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলমাছ মিয়া বাংলাবাজার এলাকায় নদীর ঘাটে বাঁধা অবস্থায় তার ইঞ্জিন নৌকাটি দেখতে যান। এ সময় একই এলাকার মনু মিয়ার ছেলে এবাদুল তাকে ডাক দেয়। পরে আলমাছ মিয়া তার ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই মাদকাসক্ত এবাদুল তার সাথে থাকা ছুরি দিয়ে আলমাছকে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ আলমাছের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে, কি কারণে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে প্রাথমিক ভাবে কেউ কিছু বলতে পারেনি। ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। খুনের সাথে জড়িত ব্যক্তিকে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। আসামী আটক হলেই হত্যার রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।