সিলেটসহ ৮টি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট এর ভিত্তিপ্রস্তর স্থাপন

8
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটসহ ৮টি বিভাগীয় শহরে সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী সিলেটসহ ৮টি বিভাগীয় শহরে সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়াল অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদ, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম সিলেট, পুলিশ কমিশনার এসএমপি সিলেট নিশারল আরিফ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত জোন সিলেট ওম প্রকাশ নন্দী, সিওমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ময়নুল হক, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায়, তাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল সিলেট মোঃ ওসমান গনী, সিওমেক উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মাহবুবুল আলম, সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল, জেলা পরিষদ সিলেট (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: জয়নাল আবদীন, নাক, কান ও গলা আরপি নুরুল ইসলাম, সিলেট জেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ সুব্রত চক্রবর্তী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসাপাতালের ইএনটি বিভাগ অধ্যাপক ডাঃ এ কে এম হাফিজ, বাংলাদেশ নার্র্সেস এসোসিয়েশন সিওমেকহ শাখার সাধারন সম্পাদক ইসরাইল আলী, বিভাগীয় সমাজ সেবার প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সিলেট এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক মো: ছুরত আলী, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ সিলেট রিপন কুমার রায় ও আরও সিওমেক হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী, বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি