ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ॥ প্রতিবন্ধী মানুষ অবহেলিত নয়, তারা আমাদের স্বজন

11

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার প্রতিবন্ধী মানুষদের বেশী গুরুত্ব দিয়ে সুস্থ সবল মানুষের মত সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। সরকারের দেওয়া সুযোগ গ্রহণ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী স্ব স্ব অবস্থান থেকে স্বাবলম্বী হয়ে এগিয়ে যাচ্ছেন। সরকারের পাশাপাশী প্রতিবন্ধীদের কল্যাণে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এ মহতি উদ্যোগ প্রশংসনীয়। প্রতিবন্ধী মানুষ অবহেলিত নয়, তারা আমাদের স্বজন। তাদেরকে সমাজের মূলস্রোতায়ধারায় আনতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান, সমাজসেবী, প্রতিষ্ঠান সহ সর্ব মহলকে এগিয়ে আসার আহবান জানান।
বিভাগীয় কমিশনার শনিবার বিকেলে সিলেটের জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ের বাংলাদেশের ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলোবলেন।
জিডিএফ’র উপদেষ্টা সমিক শহীদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসিস্ট্যান্ট ও ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার আবিদ মোহাম্মদ আব্দুলল্লাহ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজত কান্তি গুপ্ত, বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাছরিন, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান সালামত রাজা চৌধুরী।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, সদস্য প্রমেশ দত্ত, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সদস্য নাদিম হোসেন, ডিজএ্যাবলড কমিটির এডবাইজমেন্ট ফাউন্ডেশনের সদস্য ডা. বিশু চন্দ্র দেবনাথ, শিক্ষক নমিতা রানী দে, ছাবিনা ইয়াছিন, আব্দুল ছালাম, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কয়েছ মিয়া। এসএসসি পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সাদমান সাকিব লিমন উত্তীর্ণ হওয়া প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ফুলের শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি