এম হাবীবুল্লাহ

22

সরষে ফুল :

সরষে ফুলের হর্ষে বিভোর
পাখপাখালি অলিকুল
মিষ্টি মধুর পরশ নিতে
কেউ করে না একটু ভুল।

হলদে রঙের বাহার দেখে
ছেলে বুড়ো পাগলপ্রায়
রঙে রঙে মন মাতাতে
আয়রে সবাই বাইরে আয়।