আবদুল লতিফ

14

হলদে পরীর দেশ :

সরষে ফুলের গন্ধ ভাসে
হলুদ মাঠের পরে
মুক্তা ঝরায় ভোরের শিশির
রোদের ছটা পড়ে।

ফুলে ফুলে প্রজাপতি
উড়ে মনের সুখে
চুপি চুপি সরষে ফুলের
গন্ধ মাখে মুখে।

মৌমাছিদের আনাগোনা
ফুলের পাপড়ি জুড়ে
পাখপাখালির উড়াউড়ি
সরষে ক্ষেতের পরে।

বাংলা মায়ের এমনই রূপ
রূপের নাইকো শেষ
পৌষে যেন বাংলা মোদের
হলদে পরীর দেশ।