জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ উদ্বোধন

1

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে সরকারি ভাবে ১৫টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, আ.লীগ নেতা আলাল হোসেন রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাত হোসেন, ইউপি সদস্য আবদুল হাসিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হুদা, সার্ভেয়ার মুহিবুর রহমান প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, সত্যিকারের যারা অসহায় মানুষ তাদেরকে যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর উপহারের জমি সহ নতুন ঘর প্রদান করা হচ্ছে। তিনি জানান, গত বছর জগন্নাথপুর উপজেলায় দুই ধাপে ১১০টি ঘর প্রদান করা হয়েছে। এ বছর ৫০টি ঘর বরাদ্দ এসেছে। এর মধ্যে মোকাম পাড়ায় ১৫টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। এতে প্রতিটি ঘর নির্মাণ ব্যয় হবে ২ লাখ ৪০ হাজার টাকা করে। তবে আমরা আরো ৫০ টি ঘর চেয়েছি।