জগন্নাথপুরে শ্মশানঘাট নির্মাণ কাজের উদ্বোধন

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে শ্মশানঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার পৌর এলাকার যাত্রাপাশা-শেরপুর সার্বজনীন শ্মশানঘাট নির্মাণ কাজের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন।
এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রবীণ মুরব্বি নিবারন গোপের সভাপতিত্বে ও যুবনেতা রজত কান্তি গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বি আবদুল খালিক, আবদুল আজিজ, কমরু মিয়া, জগন্নাথপুর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকন সূত্রধর, সাধারণ সম্পাদক শুধাংশু শেখর রায় বাচ্চু, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, পৌর কাউন্সিলর ছমির উদ্দিন, কৃষ্ণ চন্দ্র চন্দ, শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, নারী কাউন্সিলর সুবর্ণা রাণী শর্মা, সাবেক পৌর কাউন্সিলর মইন উদ্দিন, দিপক গোপ, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, ব্যবসায়ী প্রজেশ গোপ, জগন্নাথপুর বাজার সহ-সেক্রেটারি বিশ্ব বৈদ্য, স্থানীয় মতিউর রহমান, জীবন গোপ, স্বপন গোপ, রবীন্দ্র বৈদ্য, বচল বৈদ্য, অমরচান বৈদ্য ও ঠিকাদার ফারুক আহমদ প্রমুখ।