গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভূমি হস্তান্তর

5

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি হস্তান্তর সম্পন্ন হয়েছে । বুধবার (৫ জানুয়ারি) সকালে সিলেট জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা সীমানা নির্ধারণ করে উপজেলা প্রশাসনের নিকট ভূমি হস্তান্তর করে। গোলাপগঞ্জ চৌমুহনীর নূর ম্যানশনের পশ্চিমে ৮ ডিসিমেল ভূমি অধিগ্রহণে সরকার ৯৬ লক্ষ টাকা প্রদান করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, বহু প্রতীক্ষিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী হোসাইন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, সিলেট জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো শ্রীপদ দেব, সার্ভেয়ার দেলোয়ার হোসেন ও সমর চন্দ্র সূত্রধর, গোলাপগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল আলীম মজুমদার, ইউএলএঅ মো. সামছুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, ঠিকাদার শামীম আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, ভূমি মালিকের প্রতিনিধি আবির আহমদ খোকন। উল্লেখ্য উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৫তলা ভিত্তির ৩ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ২কোটি ৯৩ লক্ষ ৮২ হাজার টাকা।