দিরাইয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করলেন নির্বাচিত চেয়ারম্যান

3

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
নির্বাচন পরবর্তী সহিংসতার খবর যেমনি আসছে। তেমনি ভাল খবর ও পাওয়া যাচ্ছে। গত ২৬ ডিসেম্বর দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন একরার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউর রহমান আলা।
নির্বাচন শেষে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও অন্য প্রার্থীর সমর্থকদের মধ্যে যখন বন্ধুক যুদ্ধ চলছে ঠিক সেই সময়ে সুসংবাদ নিয়ে এসেছেন সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান একরার হোসেন। রবিবার একরার হোসেন নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলাউর রহমান আলার বাড়ীতে গিয়ে ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং আগামী পাঁট বছর পরিষদ পরিচালনায় তার সহযোগিতা কামনা করেন।
চেয়ারম্যান একরার হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পরই আমি ইউনিয়নের সকল নাগরিকের চেয়ারম্যান হয়ে গেছি। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্রমান্বয়ে সবার সাথে দেখা করবো, শুভেচ্ছা বিনিময় করবে। পরিষদ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করবো। আমরা সবাই মলে কুলঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবো।