আর্থ সামাজিক উন্নয়নে নারী ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে – মেয়র আরিফুল হক চৌধুরী

4

সিলেট সিটি কর্র্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমাদের সচেষ্ট থাকতে হবে। আর্থসামাজিক উন্নয়নে নারী ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। এলআইইউপিসিপি/ইউএনডিপির সার্বিক সহযোগিতায় সিটি কর্পোরেশনের বাস্তাবায়নরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আগমীতেও সফলভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি সোমবার (২৭ ডিসেম্বর) সকালে তাঁর কুমারপাড়াস্থ বাসভবন সংলগ্ন কার্যালয়ে কমিউনিটি ডেভলাপমেন্ট কমিটি সিডিসি টাউন ফেডারেশন সিলেট সিটি কর্পোরেশন এর নব নির্বাচিত নেতৃবৃন্দগণ সৌজন্য সাক্ষাতে এলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি নবনির্বাচিত সিডিসি নেতৃবৃন্দের সাফল্য কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শুরুতে নবনির্বাচিত সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি মিনা বেগম, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম এর নেতৃত্বে মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিডিসি টাউন ফেডারেশনের নবনির্বাচিত সহ-সভাপতি শিউলী বেগম, সহ-সাধারণ সম্পাদক সালেহা বেগম, কোষাধ্যক্ষ সালমা বেগম, দপ্তর সম্পাদক রাসনা বেগম, নির্বাহী সদস্য আছিয়া বেগম, সালেহা আক্তার সুইটি ও মিনা রানী দে।
সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও ইউএনডিপির সহযোগিতায় গত ২০ ডিসেম্বর ২০২১ নগরীর জেলা পরিষদে সিডিসি টাউন ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৮ জন প্রার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি