ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে বড়দিন পালন

4
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে কেক কাটছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে বড়দিন পালন করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সিলেটের বিভিন্ন চার্চে উৎসবে সামিল হয়েছেন সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দও।
শনিবার ২৫ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশনের নিরাজকুমার জসওয়াল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে সিলেটের বিভিন্ন চার্চকে সুসজ্জিত করা হয়। সকাল ১০টায় প্রেসবিটারিয়ান চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।
এদিকে, বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচরস্থ ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, পীরেরবাজারস্থ এজি চার্চ, কালাগুল চা-বাগানস্থ ক্যাথলিক চার্চে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস বা বড়দিন পালন করা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দিতে, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে এ ধরায় তার আগমন ঘটেছিল।