শীতের ছোঁয়া

5

বিচিত্র কুমার :

ঘর থেকে বের হয়ে রোদের আগমন
হালকা শীতে ফুরফুরিয়ে নেচে ওঠে মন,
পায়রা গুলো উড়ে ফিরে ঝরে শিশির কণা
খোকাখুকি খেলা করে রঙের আলপনা।

কচি ডানায় উড়তে থাকে প্রজাপতির রঙ
শীতের সাজে খোকাখুকি করে কত ঢঙ,
ঝিরিঝিরি হীম কুয়াশা ছুটে যায় আকাশে
চিকিমিকি রৌদ্র হাসে দূর্বাঘাস বাতাসে।